ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ২৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবসায় উন্নয়ন সম্মেলন শনিবার যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, পরিচালক প্রফেসর ডা. কাজী শহীদুল আলম, মো. জয়নাল আবেদীন, সৈয়দ আবু আসাদ ও খুরশিদ-উল-আলম এবং শরী‘আহ সুপারভাইজরী কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ আব্দুস সামাদ প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. নাজমুল হাসান বলেন, একঝাঁক মেধাবী, সৎ ও পরিশ্রমী কর্মকর্তার নিরলস পরিশ্রমে এগিয়ে চলেছে ইসলামী ব্যাংক। এই ব্যাংকের অনন্য বৈশিষ্ট্য ও সৌন্দর্য্য পল্লী উন্নয়ন প্রকল্প ও সিএসআর কার্যক্রম। যা দারিদ্র্য দূরীকরণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা আরো বৃদ্ধির জন্য জ্ঞানচর্চর উপর গুরুত্বারোপ করেন। 

এনএম/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি