ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং রোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ৫ আগস্ট ২০১৮

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর আয়োজনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নেতৃত্বে বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় কর্মরত সব তফসিলি ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধবিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাঙ্গামাটির মাইনি অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মো. রাজী হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর ও  ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া।

ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মো. সালেহ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ ও রাঙামাটি শাখাপ্রধান মো. সালাহ উদ্দিন। রিসোর্স পার্সন হিসেবে দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন সেশন পরিচালনা করেন বিএফআইইউ-এর উপ-মহাব্যবস্থাপক মো. শওকাতুল আলম, যুগ্ম পরিচালক মো. আবদুর রব ও একেএম নুরুন্নবী।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি