ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ইসলামে উগ্রবাদের কোনো জায়গা নেই,মন্তব্য জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের নেতাদের

প্রকাশিত : ১৬:৩৯, ১১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:৩৯, ১১ আগস্ট ২০১৬

ইসলামে উগ্রবাদের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাস- উগ্রবাদ ও ইসলাম শীর্ষক আলোচনা সভায় তারা এ’কথা বলেন। দেশে জঙ্গিবাদ সৃষ্টির জন্য ধর্মীয় শিক্ষার অভাবকেই দায়ি করেন তারা। বক্তারা বলেন, ধর্মহীন শিক্ষা ব্যবস্থা সন্ত্রাস-উগ্রবাদের জন্ম দিচ্ছে। বর্তমান প্রজন্মকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করারও দাবি জানান তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি