ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসির শোকজ প্রসঙ্গে যা বললেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ৩০ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) অনুসন্ধান কমিটি। এ সংক্রান্ত এক চিঠিতে সাকিব আগামীকাল শুক্রবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে স্বশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

ইসির ওই চিঠি প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব। তিনি বলেছেন, শোকজের বিষয়ে শুনেছেন।

তবে চিঠির কপি এখনো হাতে পাননি। চিঠি পড়ে এ বিষয়ে লিখিত জবাব দেবেন।

আজ বৃহস্পতিবার সকালে সাকিব আল হাসানকে ওই চিঠি পাঠান অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাকিব আল হাসান গতকাল বুধবার ঢাকা থেকে মাগুরা আসার পথে কামারখালী এলাকায় শোডাউন নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন।

এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা-২০১৮ এর লঙ্ঘন করেছেন। এর পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানকে আগামাীকাল শুক্রবার বিকেল ৩টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে। 

এ বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজের বেঞ্চ সহকারী ফেরদৌস আলম বলেন, বৃহস্পতিবার সকালে সাকিব আল হাসানকে হাজির হতে চিঠিটি ইস্যু করা হয়েছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি