ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসির সঙ্গে বৈঠকে বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪০, ১০ মে ২০১৮

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সিইসি দপ্তরে বৃহস্পতিবার বিকেল ৩টায় এ বৈঠক শুরু হয়। সিইসির সঙ্গে আরো উপস্থিত রয়েছেন ইসি সচিব হেলালুদ্দীনর আহমদ।

বিএনটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের আরো উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

এর আগে গতকাল কমিশনের সঙ্গে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করে বলেন, খুলনা সিটি করপোরেশনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট, তার অতীত অত্যন্ত কালিমাযুক্ত। আর সেখানে সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিতে না পারায় সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড সমান নেই।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি