ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইস্টার সানডে আজ

প্রকাশিত : ০৯:৫১, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৫১, ২৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

খ্রীস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ। ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট পুনরুত্থিত হন। সারাবিশ্বের মতো দেশের খ্রীস্টান সম্প্রদায়ও দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করছে। সকালে রাজধানীতে মিরপুর আন্তঃমান্ডলিক ঐক্য ও সহভোগিতা আয়োজন করে প্রাতঃকালীন উপাসনা। এসময় প্রার্থনায় আসা খ্রীস্টান ভক্তরা ইস্টারের চেতনা বিশ্বশান্তি ও নির্মল আনন্দ, ক্ষমা, ও ভ্রাতৃত্ববোধ আনয়নে বিশেষ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টকে বিপথগামী ইহুদী শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসন ব্যবস্থা অক্ষুণœ রাখার স্বার্থে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রোববারে পুনরুত্থিত হয়েছিলেন যিশু খ্রিস্ট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি