ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ইয়াবা পাচারকারীদের সাথে বিজিবির গোলাগুলিতে ১নারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ১৩ এপ্রিল ২০১৭

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ইয়াবা পাচারকারীদের সাথে বিজিবির গোলাগুলিতে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে চারজন।
ভোরে শাহপরীর দ্বীপের কাছে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম জাহেদা খাতুন বলে জানিয়েছে পুলিশ। তিনি মিয়ানমারের নাগরিক। এ’ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে মিয়ানমারের রশিদা খাতুন, মজুমা খাতুন, মোহাম্মদ কাসেম ও টেকনাফের শাহপরীর দ্বীপের মোহাম্মদ শফিক। বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল রকিবুল হক জানিয়েছেন, নৌকায় ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাচারকারীরা। বিজিবি পাল্টা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক ইয়াবা জব্দ করা হয়েছে। আহতদের টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি