ইয়াবাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আটক
প্রকাশিত : ১৯:৫৫, ৯ মার্চ ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। জানা গেছে, নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চালানো এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় যৌথ বাহিনী।
আটককৃতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মো. জিদান ও হাসপাতালের দালাল ইকবাল হোসেন।
হাসপাতাল সূত্র জানায়, খানপুর হাসপাতালে দীর্ঘদিন ধরে স্টাফদের হুমকি-ধমকি দিয়ে অনৈতিক সুবিধা নিচ্ছিল জিদান। পাশাপাশি তিনি হাসপাতালের অভ্যন্তরে ইয়াবা বিক্রি করতেন। সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিলে রবিবার অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে হাসপাতালের ভেতর থেকে তাদের আটক করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. এমএ বাশার বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বলে জানতে পেরেছি।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, জিদান বাড়িঘরে রং ও ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতো। আন্দোলন চলাকালে সে পিঠে ছররা গুলিতে আহত হয়েছিল।
এরপর থেকেই সে সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালে দালালি ও স্টাফদের হুমকি-ধমকি দিয়ে সুবিধা আদায় করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী জিদান ও ইকবালকে আটক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, জিদান জেলা কমিটির সংগঠক ছিল। তাকে আটকের বিষয়টি জানতে পেরে আমরা প্রশাসনকে বলেছি তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। সেই সঙ্গে আমরাও তাকে দল থেকে বহিষ্কার করেছি।
এসএস//
আরও পড়ুন