ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইয়েমেনে কলেরা নিয়ন্ত্রণে কম্পিউটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইয়েমেনে কলেরা মহামারি নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কবে কোন অঞ্চলে কলেরা পরিস্থিতি মহামারির আকার ধারণ করতে পারে তা আগেই জানিয়ে দিচ্ছে কম্পিউটার। আর তা থেকে পূর্ব প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীরা।

এই কম্পিউটার ব্যবস্থার ফলে বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করে কম্পিউটার অন্তত কয়েক সপ্তাহ আগেই স্বাস্থ্যকর্মীদের জানিয়ে দিচ্ছেন যে, কবে কোন এলাকায় কলেরা পরিস্থিতির অবনতি হতে পারে। ইতিমধ্যে, তৃতীয় কলেরা মহামারির ঝুঁকিতে ইয়েমেন রয়েছে বলে আগেই সতর্ক করেছে জাতিসংঘ।

ইয়েমেনে কম্পিউটারের এই ব্যবস্থাটি যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে চালু করা হয়েছে। অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক চারলোট ওয়াটস বলেন, এই ব্যবস্থা স্বাস্থ্যকর্মীদের মহামারি পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট সাহায্য করছে। তিনি বলেন, “পৃথিবীতে প্রতি বছর কলেরা আক্রান্ত হয়ে হাজারো মানুষ মারা যায়। আর আমার মনে হয়, এই প্রযুক্তি এই সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে কাজ করবে। এই ব্যবস্থাটি আমাদেরকে পরবর্তী মহামারি সম্পর্কে আগেভাগেই জানান দিচ্ছে আর তা মোকাবেলায় কী করতে হবে তাও বলে দিচ্ছে”।

গত বছর ইয়েমেনে এক সপ্তাহের ব্যবধানে ৫০ হাজার মানুষ কলেরা আক্রান্ত হয়। এদের মধ্যে প্রায় দুই হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়ে নিহত হয়। নিহতদের অধিকাংশই ছিলো শিশু। চলতি বছর আক্রান্তের এই সংখ্যা এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার।

এই কম্পিউটার ব্যবস্থায় একটি সুপার কম্পিউটার ব্যবহার করা হয় যা সম্ভাব্য বৃষ্টিপাত, বৃষ্টিপাতের  পরিমাণ-সময় এবং স্থানের তথ্য বিশ্লেষণ করে কলেরা মহামারির পূর্বাভাস দেয়।

সূত্রঃ বিসিসি

//এস এইচ এস//

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি