ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে বেসামরিক স্থাপনায় ৩ হাজারের বেশি হামলা
প্রকাশিত : ১৯:০৯, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৯, ১৭ সেপ্টেম্বর ২০১৬
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে গেলো দেড় বছরে সৌদি নেতৃত্বাধীন জোট বেসামরিক স্থাপনায় তিন হাজারের বেশি হামলা চালিয়েছে বলে দেশটির এক গবেষণায় উঠে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে গবেষণার প্রতিবেদনটি প্রকাশিত হয়। গবেষণায় ২০১৫ সালের মার্চ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সাড়ে আট হাজারের বেশি বিমান হামলার তথ্য বিশ্লেষণ করা হয়। এসব হামলায় বেসামরিক স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এমনকি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এসব হামলায় সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের প্রতিবেদনটিকে অতিরঞ্জিত বলে আখ্যায়িত করেছেন। বিদ্রোহীরা স্কুল, হাসপাতাল এবং মসজিদে আশ্রয় নিয়েছিলো বলে জানান তিনি।
আরও পড়ুন