ঢাকা, শনিবার   ২২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইয়েমেনের হুদেয়দা শহর বিদ্রোহীদের দখলে

প্রকাশিত : ১৬:৩২, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৭, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

দুই বছর ধরে হুথি বিদ্রোহীদের দখলে আছে ইয়েমেনের হুদেয়দা শহর। যুদ্ধবিধ্বস্ত বন্দর নগরীর বেশিরভাগ শিশুই এখন ভয়াবহ অপুষ্টির শিকার। নানা রোগে আক্রান্ত এসব শিশুর পাশে দাঁড়িয়েছেন চিকিৎসক আশওয়াক মুহাররাম। শুধু চিকিৎসা সেবা নয়, বাড়ি বাড়ি গিয়ে খাবার ও ওষুধ দিচ্ছেন তিনি। ইয়েমেনি এ শিশুটির বয়স ৭ মাস আর এ শিশুটি ১৮ মাসের। দুজনই ভয়াবহ অপুষ্টির শিকার। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বন্দর নগরী হুদেয়দা শহরের ঘরে ঘরে এখন এ চিত্র। শহরটি প্রায় দুই বছর ধরে অবরুদ্ধ। নেই প্রয়োজনীয় খাদ্য আর ওষুধ। ক্রমাগত বিমান হামলায় দেশ ছেড়েছেন ৩০ লাখেরও বেশি মানুষ। বন্ধ হয়ে গেছে প্রায় সবগুলো কারখানা ও বন্দর। অভাব যেন এখন এ এলাকার মানুষের নিত্যসঙ্গী। শিশুদের অবস্থা আরো শোচনীয়। অপুষ্টিতে কাহিল নিষ্পাপ শিশুরা। শহরের বেশিরভাগ হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় শিশুদের নিয়ে কেন্দ্রীয় হাসপাতালে ভিড় করছেন সবাই। অপুষ্টি ও বিভিন্ন রোগে আক্রান্ত এসব শিশু পাচ্ছেনা সঠিক ওষুধও। চোখের সামনে বাচ্চার মৃত্যু দেখতে হচ্ছে অনেক বাবা-মাকে। এ অবস্থায় অসুস্থ্য শিশুদের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসক আশওয়াক মুহাররাম। অসুস্থ্য স্বামী ও শিশুদের পাঠিয়ে দিয়েছেন জর্ডানে। ঘরে ঘরে গিয়ে শিশুদের বাঁচানোর চেষ্টা করছেন তিনি। নিজের খরচে ওষুধ ও খাবার কিনে দিচ্ছেন। তার ব্যক্তিগত গাড়িটি এখন মোবাইল ক্লিনিক। তবে চাহিদার তুলনায় ওষুধ খুবই কম। শুধু তিনি নয় অসহায় ইয়েমেনিদের পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স। তবে তাদের হাসপাতালেও বিমান হামলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এ অবস্থা চলতে থাকলে একটি প্রজন্ম হারাবে ইয়েমেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি