ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ঈদ অফার বিজয়ীদের মধ্যে হুয়াওয়ের পুরস্কার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ৩ জুলাই ২০১৮

ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করতে গ্রাহকদের সঙ্গে মিলনমেলার আয়োজন করেছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। আজ মঙ্গলবার রাজধানীতে হুয়াওয়ে’র সিএসআইসি সেন্টারে ঈদ ক্যাম্পেইনের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

পবিত্র রমজান মাসে গ্রাহকদের জন্য নানাবিধ উপহার ও সুযোগ সুবিধা নিয়ে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছিল হুয়াওয়ে। এই ইভেন্টে ১৬ জন পুরস্কার বিজয়ী ক্রেতার হাতে উপহার তুলে দেয় প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে ওয়াই সিরিজের স্মার্টফোন কিনে ৫ জন ভাগ্যবান ক্রেতা জিতে নিয়েছেন “ফ্লাই টু থাই” উপহার অর্থ্যাত থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। এছাড়াও  একই ক্যাম্পেইনের আওতায় ১১ জন সৌভাগ্যবান ক্রেতার প্রত্যেকে উপহার হিসেবে পেয়েছেন ৪৩ ইঞ্চি এলইডি টিভি।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি