ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদ-ই-মিলাদুন্নবির ছুটি ২০ অক্টোবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১৭ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:১৮, ১৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ঈদ-ই-মিলাদুন্নবির সরকারি ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর, বুধবার পুনঃনির্ধারণ করেছে সরকার। রোববার (১৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় রুলস অব বিজনেসের ক্ষমতাবলে এই ছুটি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।

হিজরি ক্যালেন্ডারের ১২ রবিউল আউয়াল মুসলমান ধর্মাবলম্বীদের মহানবী হজরত মুহাম্মদ (স.) এর পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদ-ই-মিলাদুন্নবি হিসেবে পালন করা হয়।

বাংলাদেশে এ দিনটি সরকারি ছুটির দিন। এ বছর ১৯ অক্টোবর ঈদ-ই-মিলাদুন্নবির সরকারি ছুটি নির্ধারণ করা ছিল। তবে চাঁদ দেখার ভিত্তিতে তা পরিবর্তিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, “যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করেছে সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনঃনির্ধারণ করবে।”

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি