ঈদ উপলক্ষ্যে বেশ কয়েকটি ট্রেনে সংযোজন হচ্ছে নতুন কোচ ও ইঞ্জিন
প্রকাশিত : ০৯:৪২, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৪২, ২৩ আগস্ট ২০১৬
আগামী ২৯ শে আগস্ট থেকে কোববানী ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রীম টিকেট দেয়া হবে। এজন্য বেশ কয়েকটি ট্রেনে সংযোজন হচ্ছে নতুন কোচ ও ইঞ্জিন। আর ৮ই সেপ্টেম্বর থেকে ঢাকা মোহন গঞ্জ রুটে নতুন একজোড়া ট্রেন চালু হচ্ছে। সব মিলিয়ে গেলো রমজানের ঈদের চেয়েও যাত্রীরা ভাল সার্ভিস পাবেন বলে আশ্বস্ত করেছেন রেলের মহাপরিচালক।
ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানী দিতে স্বজনদের কাছে ছুটেন রাজধানীবাসী। লাখো মানুষ একসাথে যাতায়াত করায় বেশ বেগ পোহাতে হয় রেল কর্তৃপক্ষকে। তবে গেলো ঈদে অনেকটা স্বাচ্ছন্দে বাড়ী ফিরেছেন রাজধানীবাসী। এবারও ঘরমুখো মানুষের দুর্ভোগ এড়াতে রেল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।
অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে তিস্তা. পারবাত, দ্রুত যান সহ বেশ কয়েকটি ট্রেনে নতুন কোচ সংযোজন করা হবে বলে জানান রেল মহাপরিচালক।
২৯শে আগস্ট দেয়া হবে ৭ই সেপ্টেম্বরের টিকেট, পরদিন ৩০ আগষ্ট দেয়া হবে ৮ই সেপ্টেম্বরের টিকেট। এভাবে ১০ দিন ব্যাপি দেয়া হবে ঈদের বিশেষ টিকেট।
টিকেট কালো বাজারী ঠেকানো ও যাত্রীদের নিরাপত্তা বাড়াতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান রেল মহাপরিচালক।
আরও পড়ুন