ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদ শপিংয়ে কসমেটিকস বিক্রিতে শীর্ষে হারল্যান স্টোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য সবসময়ই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি, তবে ভোক্তাদের পছন্দ ও আউটলেট নির্বাচনে দেখা গেছে নতুন ধারা। মানহীন ও ভেজাল পণ্যের পরিবর্তে অথেনটিক কসমেটিকস শপগুলোতেই ছিল উপচে পড়া ভিড়।

দেশের সবচেয়ে বড় অথেনটিক রিটেইল আউটলেট হারল্যান স্টোর এবারের ঈদ শপিংয়ে কসমেটিকস বিক্রিতে শীর্ষ স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন বিশ্বাস জানিয়েছেন, গত বছরের তুলনায় এবারের ঈদে তাদের বিক্রি বেড়েছে প্রায় ৫০০%। তার মতে, হারল্যান স্টোর ক্রেতাদের মাঝে আস্থা ও বিশ্বস্ততার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে এবং প্রতিটি স্টোরেই অথেনটিক পণ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

ঈদ উপলক্ষে হারল্যান স্টোর আয়োজন করেছে বিশেষ ক্যাম্পেইন ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’। দেশজুড়ে ১৫০টিরও বেশি হারল্যান আউটলেট, ফ্ল্যাগশিপ স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্ম herlan.com-এ এই ক্যাম্পেইনের আওতায় কেনাকাটা করে এরই মধ্যে ৬ জন ক্রেতা স্কুটি জিতেছেন। এছাড়াও রয়েছে লক্ষ টাকার ক্যাশ ভাউচার জেতার সুযোগ।

রাজধানীর গুলশান পিংক সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরা জসিম উদ্দিন, বেইলি রোডের আউটলেটগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে স্কিন এনালাইজার মেশিন ব্যবহার করে উপযুক্ত পণ্য বাছাই করতে ক্রেতাদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হয়েছে।

এই ঈদ শপিংয়ে ক্রেতাদের শীর্ষ পছন্দের তালিকায় ছিল লিপস্টিক, আইলাইনার, প্রেস পাউডার, ফাউন্ডেশন, লিপগ্লস এবং আইশেডো কালার কসমেটিকস। এছাড়াও ফেস ও হেয়ার সিরাম, ফেস ওয়াশসহ নিত্য প্রয়োজনীয় স্কিন কেয়ার পণ্যও ছিল দারুণ চাহিদার শীর্ষে।

হারল্যান স্টোরের প্রতিটি ব্র্যান্ডের পণ্য উচ্চতর গবেষণা ও উন্নত ফর্মুলেশনের মাধ্যমে প্রস্তুত করা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সেরা কোম্পানিগুলোর কাছ থেকে সংগ্রহ করা হয় এসব পণ্যের কাঁচামাল। ফলে ক্রেতাদের মাঝে প্রতিষ্ঠানটি আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি