ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঈদযাত্রার অগ্রিম টিকিট ১৮ আগস্ট থেকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১২ আগস্ট ২০১৭ | আপডেট: ২৩:০৯, ১২ আগস্ট ২০১৭

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে ১৮ আগস্ট থেকেএদিন সকাল ছয়টা থেকে নিজ নিজ বাসের কাউন্টারের নির্ধারিত স্থানে টিকিট বিক্রি হবে

এদিকে ট্রেনের অগ্রিম টিকিট ছাড়ার দিন এখনো ঠিক না হলেও রেল মন্ত্রনালয় সূত্র জানায়, দু’একদিনের এ বিষয়ে সভা করে জানানো হবে।

শ্যামলি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নির্মল রায় গণমাধ্যমকে জানান, এবার ২ সেপ্টেম্বরকে ঈদ ধরে ঈদের অগ্রিম টিকিট বিক্রি হবে। সাধারণত মানুষ ঈদের দু’দিন আগে ঢাকা ছাড়ে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি চাপ থাকবে ৩০ ও ৩১ আগস্ট।  

তিনি জানান, ঈদের আগে শেষ কর্মদিবস হচ্ছে ৩১ আগস্ট। অনেকে এই দিন ছুটি নিয়ে এক দিন আগেই, অর্থাৎ ৩০ আগস্ট ঢাকা ছেড়ে যাবেন। সেক্ষেত্রে এই দুই দিন সবচেয়ে বেশি চাপ থাকার সম্ভাবনা বেশি থাকে।

//আর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি