ঈদযাত্রার বাস টিকিটের জন্য দীর্ঘ লাইন
প্রকাশিত : ১১:৩০, ১৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:৪৭, ২০ আগস্ট ২০১৭
ফাইল ছবি
ঈদুল আজহা সামনে রেখে রাজধানী থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যাত্রীদের জন্য বাসর আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকালে টিকেট বিক্রির শুরুতেই রাজধানীর বাস কাউন্টারগুলোতে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ সারি। লম্বা সময় অপেক্ষার পর তারা পাচ্ছেন বাড়ি ফেরার টিকেট।
এবার ঈদুল আজহার সরকারি ছুটি নির্ধারিত আছে ১ থেকে ৩ সেপ্টেম্বর। তবে চাঁদ দেখা সাপেক্ষে তাতে পরিবর্তন হতে পারে।
সাধারণত ঈদের ছুটি শুরুর আগের দিনের টিকেটের চাহিদা বেশি। সেই হিসেবে ৩১ আগস্ট বৃহস্পতিবার হওয়ায় অনেকেই অফিস শেষ করে বাড়ির পথে ছুটবেন।
তবে যাত্রীদের অনেকেই অভিযোগ করেছেন, ৩১ আগস্টের টিকিট থাকলেও পরে অতিরিক্ত দামে বিক্রির জন্য কোনো কোনো কাউন্টারে এখন বিক্রি করছে না।
//এআর
আরও পড়ুন