ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদযাত্রায় নিরাপত্তা ও স্বস্তির বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম ঈদযাত্রায় নিরাপত্তা ও স্বস্তির বার্তা দিয়েছেন। তিনি জানান, বর্তমানে ঢাকায় কোনো ধরনের সন্ত্রাসী হুমকি নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলেছে।

শনিবার (২৯ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ঈদের ছুটিতে থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। আমাদের মূল লক্ষ্য হলো নাগরিকরা যাতে নির্বিঘ্নে ও স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেন।" তিনি যাত্রীদের প্রতি আহ্বান জানান, কোনো পরিবহন কর্তৃক অতিরিক্ত ভাড়া আদায় করলে তাৎক্ষণিকভাবে বিআরটিএ ভিজিলেন্স টিম বা পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ করার জন্য।

যানবাহন চালকদের নিরাপত্তা বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, "চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে হবে। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ এটি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।" তিনি টার্মিনালে ভাড়ার তালিকা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশনা দেন এবং যাত্রীসেবার মানোন্নয়নের উপর জোর দেন।

সরকারের গৃহীত পদক্ষেপের সাফল্য তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এবার নাগরিকরা স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছেন। শুধু নিরাপদ যাত্রাই নয়, আমরা তাদের নিরাপদ ফেরত নিশ্চিত করতেও কাজ করছি।" গাবতলী টার্মিনালে তার এই পরিদর্শনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি