ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ঈদযাত্রায় পিকআপ-ট্রাকে যাতায়াত না করার আহ্বান পুলিশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ৪ এপ্রিল ২০২৪

এবারের ঈদযাত্রায় অনিরাপদ যানবাহনের যাতায়াত না করার জন্য গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।

বৃহস্পতিবার দুপুরে তিনি গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা অনেক সময় পিকআপভ্যানে, খোলা ট্রাকে ও পণ্যবাহী যানবাহনে যাতায়াত করে। এতে জীবনের অনেক ঝুঁকি থাকে। তাই এসব যানবাহনে উঠে নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলবেন না। 

এবারের ঈদযাত্রায় এসব অনিরাপদ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ মোতায়েন থাকবেন বলে জানান তিনি।

এ সময় তিনি ড্রোন দিয়ে চন্দ্রা ত্রিমোড় এলাকা পর্যাবেক্ষণ করার জন্য তিনটি ড্রোন উদ্বোধন করেন। 

এ সময় ডিআইজি মাহফুজুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার (গাজীপুর ট্রাফিক) নাজমুস সাকিব, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ  এএফএম নাছিম, নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাদত হোসেন উপস্থিত ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি