ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ঈদযাত্রায় বিকেল থেকে বাড়বে যাত্রীচাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ৭ জুলাই ২০২২

ঈদযাত্রার অগাম টিকেট কাটতে কমলাপুর রেলস্টেশনে সবচেয়ে বেশি ভিড় দেখা গিয়েছে গত ৩ জুলাই এবং সেদিন দেওয়া হয়েছিল ৭ জুলাই, অর্থাৎ আজ বৃহস্পতিবার ট্রেনের টিকিট। একইভাবে বাসেও ৭ জুলাইয়ের টিকেটের চাহিদা ছির সবচেয়ে বেশি। এ থেকে ধারণা করা যাচ্ছে যে আজ বৃহস্পতিবার বিকেল থেকে সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছাড়বেন। 

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস। এরপর ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি, তারপর ৯, ১০, ১১ তারিখ ঈদুল আজহার ছুটি। ফলে বৃহস্পতিবার অফিস শেষ করে ঈদের ছুটি কাটাতে ছুটবে মানুষ।

বাস কাউন্টারের টিকেট বিক্রেতারা বলেন, ঈদযাত্রার টিকিট ছাড়ার পর ৭ জুলাই বিকেলের পরের বাসের চাহিদা ছিল সবচেয়ে বেশি। 

বাস কাউন্টারের পাশাপাশি অনলাইন থেকেও একইভাবে টিকেট বিক্রি হয়েছে বলে জানানা তারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি