ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের সেবায় ৯শ’ বিআরটিসি বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৯:২২, ২৪ মে ২০১৭

ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের সেবায় ৯শ’ বিআরটিসি বাস নামানো হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা ঝুলিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের রোডম্যাপ ইতিবাচকভাবেই দেখছে সরকার।
রাজধানীর মতিঝিল বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শ্রমিকদের হাতে বকেয়া বেতন ও গ্রাচ্যুইটির চেক তুলে দেন ওবায়দুল কাদের।
এসময় যাত্রীদের প্রত্যাশা পূরণে বিআরটিসি কতটুকু সফল শ্রমিকদের প্রতি এমন প্রশ্ন ছুড়ে দেন মন্ত্রী। বলেন, যেকোন মুল্যে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।
ঈদের একসপ্তাহ আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি আর ২২ জুন থেকে স্পেশাল বাস সার্ভিস শুরু হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, যাত্রী দুর্ভোগ কমাতে বিভিন্ন পয়েন্টে আনসার সদস্য মোতায়েন থাকবে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামীলীগের সাধারন সম্পাদক জানান, নির্ধারিত সময়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি