ঈদুল ফিতরের জন্য ফাঁকা ঢাকা, স্বস্তিতে ঈদযাত্রা
প্রকাশিত : ০৯:২৩, ৩০ মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসন্ন ছুটিতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই এবং শহরের সড়কগুলোতে মানুষের আনাগোনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফাঁকা রাজধানী এখন অনেকটাই শান্ত, যেখানে গণপরিবহনের দীর্ঘ সারি আর চিরচেনা ভিড় দেখা যাচ্ছে না।
তবে, ঢাকা ছেড়ে যাচ্ছিল যাত্রীদের স্রোত। রাজধানীর কমলাপুর রেলস্টেশন, গাবতলী-সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের কিছুটা ভিড় দেখা গেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের উপস্থিতি ছিল, তবে তা অন্য সময়ের তুলনায় কম ছিল।
মহাসড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, রেলপথে এবং নৌপথে সব ধরনের যাত্রী চলাচল সহজে হয়েছে। যাত্রীরা জানিয়েছেন, ট্রেনের সময়সূচি সঠিকভাবে চলছে এবং ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক।
কমলাপুর রেলস্টেশনে দৃশ্য
শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, ট্রেন ছাড়ার আগে প্ল্যাটফর্মে কিছু যাত্রীর ভিড়। তবে আগের মতো বিশৃঙ্খলা বা প্রচণ্ড ভিড় চোখে পড়েনি। কিছু যাত্রী উত্তরাঞ্চলের ট্রেনে ছাদে উঠে চলাচল করছিলেন, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রীদের অভিযোগ অনুযায়ী, স্টেশন ভেতরে কেবল টিকিটধারী যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, এবং এখানে সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়েছে।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়মতো চলে যাচ্ছে এবং যাত্রীদের চাপ সকাল থেকে কিছুটা কমেছে।
বাস টার্মিনাল ও গণপরিবহন
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কিছুটা ছিল, তবে বাসের অধিকাংশ আসন ফাঁকা ছিল। গাড়ি চলাচলে কোনো ধরনের যানজট ছিল না, যা পরিবহন শ্রমিকদের জন্য কিছুটা সুখবর হলেও, যাত্রী সংকটে তারা কিছুটা হতাশ ছিলেন।
এদিকে, ঈদযাত্রা নিশ্চিত করতে, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গাবতলী বাস টার্মিনালে নিরাপত্তা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘‘এখানে কোনো ধরনের নাশকতার হুমকি নেই এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঈদযাত্রায় নিঃসন্দেহে কার্যকর ভূমিকা পালন করছে।’’
নৌপথ ও ফেরিঘাট
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ সহজেই বাড়ি ফিরছে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, ফেরি এবং লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের যানজট দেখা যায়নি। পদ্মা সেতু ব্যবহার করে দক্ষিণবঙ্গের মানুষের ঈদযাত্রা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চলছে।
সড়কপথে নিরাপত্তা ব্যবস্থা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবার যানজটের আশঙ্কা কম ছিল। কুমিল্লার দাউদকান্দি অংশে যানচলাচল স্বাভাবিক ছিল এবং সেখানে সড়ক নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। মহাসড়কগুলোতে স্বেচ্ছাসেবকরা সহায়তা করছেন এবং নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় রাখা হচ্ছে।
সব মিলিয়ে, এবারের ঈদযাত্রা ছিল নিরাপদ, নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক, যা যাত্রীদের জন্য আনন্দের অভিজ্ঞতা।
এসএস//
আরও পড়ুন