ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ঈদে ইটিভিতে দুটি অনুষ্ঠান নিয়ে আসছেন আসাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ১৯ আগস্ট ২০১৮

এবারের ঈদ উল আযহায় একুশে টেলিভিশনের সাতদিন ব্যাপি বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে সেলিব্রেটিদের নিয়ে সাত পর্বের বিশেষ কুকিং শো ‘বীফ ফিউশন’। আসাদুজ্জামান আসাদের প্রযোজনায় এবং জান্নাতুল পিয়ার উপস্থাপনায় ঈদের দিন থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টায় একুশে টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি প্রচার হবে। 

এছাড়া ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১২টায় সোহাগ মাসুদ এবং আসাদুজ্জামান আসাদের প্রযোজনায় একুশে টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ফোনো লাইভ স্টুডিও কনসার্ট’।
সেলিব্রেটিদের নিয়ে সাত পর্বের বিশেষ কুকিং শো ‘বীফ ফিউশন’-এ ঈদের দিন অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী-ফাহমিদা নবী, দ্বিতীয় দিন থাকবেন চিত্রনায়িকা-আইরিন সুলতানা, তৃতীয় দিন অতিথি হিসেবে থাকবেন-নির্মাতা, অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী- মেহেরা আফরোজ শাওন, চতুর্থ দিন মডেল কোরিওগ্রাফার-আজরা মাহমুদ, পঞ্চম দিন উপস্থিত থাকবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী- কনা, ষষ্ঠ দিন থাকবেন সঙ্গীতশিল্পী কর্ণিয়া এবং ঈদের সপ্তম দিন অতিথি হিসেবে অংশ নিবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। অনুষ্ঠানে অতিথিরা রান্নার পাশাপাশি ঈদের আড্ডা এবং খাওয়া দাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করেছে।
এছাড়া স্বাগতার উপস্থাপনায় ফোনো লাইভ স্টুডিও কনসার্টে ঈদের দিন সঙ্গীত পরিবেশন করবেন আখিঁ আলমগীর, দ্বিতীয় দিন থাকবেন জনপ্রিয় ব্যান্ড অবসকিউর, তৃতীয় দিন সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, ঈদের চতুর্থ দিন থাকবেন ব্যান্ড জলের গান, ঈদের পঞ্চম দিন সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় ফোক শিল্পী ফকির সাহবুদ্দিন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী সঙ্গীত পরিবেশন করবেন ঈদের ষষ্ঠ দিন, এছাড়া ঈদের সপ্তম দিন সঙ্গীত পরিবশন করবেন জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ।
অনুষ্ঠান দুটি সম্পর্কে প্রযোজক আসাদুজ্জামান আসাদ জানান, ‘বিগত বছরের মত এ বছর দর্শকে ভিন্ন কিছু উপহার দেয়ার ভাবনা থেকেই আমাদের এই প্রচেষ্টা। ‘বীফ ফিউশন’ অনুষ্ঠানটির মাধ্যমে দর্শককে ঈদ-উল-আযহা উপলক্ষে নতুন কিছু রান্নার ধারণা দেয়া যাবে এবং সেলিব্রেটিদের আড্ডা ও গানের মাধ্যমে  সবাই অনুষ্ঠানটি উপভোগ করবেন। পুরো অনুষ্ঠানে রান্নার দায়িত্বে ছিলেন, রাধুনী/শেফ- মোহাম্মদ পাভেল। আর ফোনো লাইভ স্টুডিও কনসার্টে বরাবরের মতই দর্শক পছন্দ মাথায় রেখেই দেশের স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করেছি। আশা করছি এবারের ঈদে দর্শক ভিন্ন মাত্রার অনুষ্ঠান দেখবেন।’
উল্লেখ্য, আসাদুজ্জামান আসাদ ইতোপূর্বে ঈদ স্পেশাল নৃত্যানুষ্ঠান- স্বপ্ন তাঁরার ছন্দে, সেলিব্রেটি গেইম শো- লাক বাই চান্সসহ বাংলাদেশের সুপার স্টার, শাকিব খান এবং বুবলীকে নিয়ে ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানগুলোর প্রযোজনা করেছেন।

এছাড়াও নিয়মিত ৫টি সাপ্তাহিক অনুষ্ঠান  নির্মান করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিল্পীদের জনপ্রিয় গানের নিজস্ব এ্যালবাম নিয়ে ‘আমার এ্যালবাম’; পুরানো দিনের গান নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান, ‘গানের ওপারে’ এবং দ্বৈত গানের অনুষ্ঠান ‘সেদিন দুজনে’ ।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি