ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে ইমরান ও ন্যান্সির ঠিক-বেঠিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১২:৩৫, ১৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

তরুণদের কাছে জনপ্রিয় ইমরান নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন ঈদুল আযহায়। ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছেন কলকাতার সাড়া জাগানো অভিনেত্রী জেসমিন ন্যান্সি। মিউজিক ভিডিওটির নাম দেওয়া হয়েছে ঠিক-বেঠিক।


মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে ‘ঠিক-বেঠিক’ গানটির ভিডিওর শুটিং শেষ হয়েছে। আগেও একসঙ্গে গান করেছেন ন্যান্সি-ইমরান। কিন্তু এবারই প্রথম তাঁদের গানের ভিডিও হচ্ছে।


তরুণ সংগীত তারকা ইমরান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘শ্রোতারা এর আগেও আমাদের অডিও গান শুনেছেন। চলচ্চিত্রেও আমরা একসঙ্গে গেয়েছি। কিন্তু এবারই দুজনের গাওয়া গান ভিডিওতে দেখবেন দর্শকেরা। আমার বিশ্বাস, এই ভিডিওটি আমাদের দুজনের ভক্ত-দর্শকের ঈদকে আরও আনন্দময় করে তুলবে।’


জেসমিন ন্যান্সি বলেন, ইমরান আমার ভালো বন্ধু। কলকাতায় আমি তার গান শুনি।আমার অভিনীত সিরিয়ালগুলো এখানকার দর্শকেরা দেখেন। জেনেছি, আমার ভক্তও আছেন এখানে। এসব কারণে কাজটি করতে আগ্রহী হয়েছি। বাংলাদেশে এসে কাজের একটা নতুন অভিজ্ঞতাও হলো।’


ইমরান–ন্যান্সির দ্বৈতকণ্ঠে গাওয়া নতুন এই গান লিখেছেন স্নেহাশীষ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। গানের ভিডিওটির নির্মাতা সৈকত রেজা বলেন, ‘ভিডিওর গল্পে একটা ভৌতিক ব্যাপার উঠে এসেছে। ফলে এর মধ্যে একটা ভিন্নতা খুঁজে পাবেন দর্শক।’
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি