ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ঈদে উত্তরাঞ্চলের যাত্রাপথ নির্বিঘ্ন রাখা হবে: ডিআইজি আনিসুর

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৬, ৩ এপ্রিল ২০২৪

পুলিশের রাজশাহী বিভাগীয় ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, ঈদে নাড়ির টানে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরে ফেরা ২২ জেলার মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশ। 

বুধবার বেলা ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে একথা বলেন তিনি।

ডিআইজি আনিসুর রহমান বলেন, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম, বগুড়া, রাজশাহী ও পাবনাগামী মহাসড়কে ৭শ’ পুলিশ মোতায়েন করা হবে। যানজট নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নানাবিদ পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে কড়াকড়ি এবং মহাসড়কে যাতায়াতকারী নিরাপত্তায়ও বিশেষ পদক্ষেপ নেয়া হবে। 

তিনি আরও বলেন, ঈদের এই সময়ে যাত্রীরা যাতে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাই কারিদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য পুরো বিভাগ জুড়ে পুলিশের অভিযান চলমান রয়েছে। আশা করছি, সিরাজগঞ্জের ৮৮ কিলোমিটার মহাসড়কের পথ বিগত সময়ের চেয়ে যাত্রীদের ঈদযাত্রা হবে স্বস্তি এবং আনন্দদায়ক। 

এ লক্ষ্যে জেলা ও বিভাগীয় পুলিশ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান ডিআইজি। 

এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি