ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ সুবিধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের জন্য নানা ধরনের বিশেষ সুবিধা ঘোষণা করেছে কারা কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে কয়েদিরা কারাগারের বিশেষ খাবারের পাশাপাশি পাচ্ছেন তাদের পরিবার থেকে রান্না করা খাবার। পাচ্ছেন তাদের প্রিয়জনদের সাথে সাক্ষাতের সুযোগও। 

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে মঙ্গলবার সকালে লক্ষ করা যায়, অনেক বন্দির স্বজন তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে এসেছেন। এই সময়, পরিবারের সদস্যরা তাদের সাথে নিয়ে এসেছেন বাসায় তৈরি খাবার, এবং এক বন্দির সাথে সর্বোচ্চ ৫ সদস্য দেখা করার সুযোগ পাচ্ছেন।

এছাড়াও, ঈদের উৎসবে বন্দিরা পাচ্ছেন তাদের নির্ধারিত মোবাইল নম্বরে পাঁচ মিনিট কথা বলার সুযোগ।

 কারা কর্তৃপক্ষ জানায়, বুধবার (২ এপ্রিল) কারাগারের ভেতরে বন্দিদের জন্য আয়োজন করা হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বন্দিরা ঈদ উদযাপন করবেন। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি