ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে খোলা থাকবে বিএসএমএমইউ’র বহির্বিভাগ

প্রকাশিত : ১৮:৩০, ১ জুন ২০১৯ | আপডেট: ১৮:৩৪, ১ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঈদুল ফেতরের ছুটিতে বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগ। তবে ঈদের সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অফিস ও বৈকালিক স্পেশালইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১ জুন) এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের ছুটিতে হাসপাতালের কাজকর্ম যেন ব্যাহত না হয়। সে জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া হাসপাতাল পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সেখানে আরও বলা হয়েছে, ঈদ উপলক্ষে আগামী ৪, ৫ ও ৬ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ (৪ জুন ছাড়া), বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকবে। তবে এ তিনদিন বিভিন্ন বিভাগের জরুরি বিভাগ ও হাসপাতালের ইনডোর সেবা চালু থাকবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি