ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে নগরবাসীর নিরাপত্তায় প্রস্তুত ডিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

শনিবার (২৯ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তায় চেকপোস্ট, টহল কার্যক্রম, সাইবার নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। ডিবির সদস্যরা ঈদের সময় বিপণিবিতান, রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে।

তিনি আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে ডিবি। ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও জাল নোট প্রতিরোধে ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। ঈদ শেষে নগরবাসী যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে, সে জন্য ডিবির বিশেষ টিম প্রস্তুত রয়েছে।

নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা ৯৯৯ নম্বরে জানানোর জন্য।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি