ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঈদে রাজধানীজুড়ে চার স্তরের নিরাপত্তা : ডিএমপি কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ১ সেপ্টেম্বর ২০১৭

পবিত্র ঈদুল আজহায় মুসুল্লিরা যেন ঈদ জামাত নির্বিঘ্নে আদায় করতে পারে সে জন্য রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীর বড় বড় জামাতের চারদিকে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা বসানো হয়েছেএছাড়া রাজধানীর ১৩টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশএই চেকপোস্ট থাকবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত

শুক্রবার সকালে রাজধানীর আফতাবনগর গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, মুসুল্লিরা জাতীয় ঈদগাহে প্রবেশের সময় শরীর তল্লাশি করা হবে। এছাড়া আর্চওয়ের মধ্য দিয়ে তাঁদের মাঠে প্রবেশ করতে হবে। এসময় মুসুল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শুধুমাত্র জায়নামাজ নিয়ে ঈদগাহে প্রবেশ করবেন।

তিনি বলেন, ঈদের ছুটিতে পুরো রাজধানীতে কয়েক হাজার পুলিশ সদস্য ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। আর কোরবানী হওয়া পশুর চামড়া নিয়ে যেন কোনো ঝামেলা না হয় সেদিকেও নজর রাখা হবে বলেও জানান তিনি।  যাতে করে কোনো অসাধু চামড়া ব্যবসায়ী কোনো ধরণের অবৈধ সুযোগ নিতে না পারে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি