ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ঈদে রেমিট্যান্স পাঠানো বাড়িয়ে দিয়েছেন প্রবাসীরা (ভিডিও)

তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৭ এপ্রিল ২০২২ | আপডেট: ১১:৪৩, ২৭ এপ্রিল ২০২২

ঈদকে সামনে রেখে বাড়তি গতি পেয়েছে রেমিট্যান্স প্রবাহ। চলতি মাসে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক। 

রেমিট্যান্সে এমনিতেই চাঙ্গাভাব। তার ওপর ঈদকে কেন্দ্র করে দেশে থাকা স্বজনদের বাড়তি খরচ মেটানোর চাপ। এমন বাস্তবতায় রেমিট্যান্স পাঠানো বাড়িয়ে দিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি মাসের প্রথম ২১ দিনেই প্রায় ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। মাস শেষে যা দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। 

অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, “অন্যান্য বছরগুলোর তুলনায় আরও বৃদ্ধি পাওয়া উচিত। যেহেতু অন্যান্য বছরগুলোতে ওইভাবে প্রণোদনা ছিল না, দুই বছর ধরে এটা দেওয়াতে রেমিট্যান্স বেড়েছে। আমরা মনে করি, এটা আরও বাড়বে।”

এদিকে, চলতি বছরের মার্চে দেশে প্রবাসী আয় আসে ১৮৫ কোটি ৯৯ লাখ ডলার। গত জুলাইয়ে পর যা সর্বোচ্চ এবং গেল ফেব্রুয়ারি মাসের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি।

অর্থনীতিবিদ ড. মনজুর হোসেন বলেন, “ঊর্ধ্বমুখী এই অবস্থাটা আগামী কোরবানী ঈদ পর্যন্ত বজায় থাকবে বলে আমার ধারণা। তার পরবর্তীতে হয়তবা কিছুটা ভাটা পড়তে পারে।”

রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে চলতি বছরের জানুয়ারি থেকে আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার।  

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি