ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ঈদে শাকিবের রেকর্ড, জয় হয়েছে মাহির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ৩০ আগস্ট ২০১৮

ঈদকে সামনে রেখে বারাবরই বিশেষ আয়োজন নিয়ে বসে থাকে ঢালিউড। প্রেক্ষাগৃহ মাতাতে প্রযোজকরাও বিভিন্ন কৌশল অবলম্বন করেন। এই সময়টাতে সিনেমা হল দখলের এক প্রকার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তবে এবারের চিত্রটি ছিল ভিন্ন। বরাবরের মতো এবারের ঈদেও প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি পেয়েছে। তবে সংখ্যা ছিল কিছুটা কম। মাত্র চারটি সিনেমা মুক্তি পেয়েছে এবারের ঈদে। তবে মূল প্রতিযোগিতা হয় পূর্বের মত ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে। যদিও একটি মাত্র সিনেমা নিয়ে লড়াই করেছেন শাকিব খান। তাও আবার রাজধানীর বাইরে থেকে।
সাধারণত ঈদের মাসখানেক আগে থেকেই নতুন সিনেমার প্রচার শুরু ‍হয়। কিন্তু এবারের কোরবানির ঈদের চিত্রটা ছিল ভিন্ন। মুক্তির আওয়াজ দিলেও বাহ্যিক প্রচারণায় ছিল না ঈদের কোনো আমেজ। এবারের ঈদে মুক্তি পেয়েছে- শাকিব খান-বুবলী জুটি অভিনীত ‘ক্যাপ্টেন খান’, মাহিয়া মাহি ও কলকাতার বনি সেনগুপ্ত অভিনীত ‘মনে রেখো’, সাইমন সাদিক-মাহি অভিনীত ‘জান্নাত’ ও রোশান-ববি অভিনীত ‘বেপরোয়া’। এর মধ্যে বেপরোয়া একটিমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তাও আবার ঢাকার বাইরে। এই সিনেমাটি মূলত পরিচালক সমিতিকে চ্যালেঞ্জ করে মুক্তি দেয়া হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া অন্য সিনেমাগুলোর মধ্যে কেবল ‘জান্নাত’ ঈদের মাসখানেক আগে সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছিল। বাকি দুটি সিনেমা ঈদের মাত্র দুদিন আগে পায় সেন্সর ছাড়পত্র। ফলে ঈদের আগে ছাড়পত্র পাওয়ায় প্রচার-প্রচারণা করতে পারেনি কেউ। তাছাড়া সিনেমা মুক্তির আগে গান প্রকাশ করেও সিনেমাকে আলোচনায় রাখা হয়। কিন্তু সে ক্ষেত্রেও দেখা গেছে অবহেলা।
ঈদের সিনেমার বাণিজ্যিক হিসাবে বরাবরের মতো এবারও শাকিব খান স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তার অভিনীত সিনেমা ‘ক্যাপ্টেন খান’ দেশের পৌনে দুইশ’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে এক ধরনের রেকর্ডই গড়েছে।তবে রাজধানীতে একমাত্র ‘যমুনা ব্লকবাস্টার সিনেমাস’ ছাড়া আর কোনো বড় প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি সিনেমাটি। রাজধানীর মেইন পয়েন্টে থাকা প্রেক্ষাগৃহগুলোতে ছিল না ক্যাপ্টেন খান। ফলে সিনেমাটি নিয়ে দর্শকদের অধিক আগ্রহ থাকলেও সেটি দেখা থেকে বঞ্চিত হয়েছেন দর্শক। এই সুযোগে গোল দিয়েছেন মাহিয়া মাহি।

ঈদের সিনেমার তালিকায় একেবারে হুট করেই আলোচনায় আসে মাহিয়া মাহি ও কলকাতার বনি সেনগুপ্ত অভিনীত সিনেমা ‘মনে রেখো’। এ সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। মুক্তির দুই দিন আগ পর্যন্তও এ সিনেমা নিয়ে ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত দেশের ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই এটি দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। পাশাপাশি মাহির আরও একটি সিনেমা মুক্তি পায় এবারের ঈদে। ঈদে মুক্তি পাওয়া মাহি অভিনিত আরেক সিনেমা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’। এ সিনেমাটি মাত্র ২৩টি হলে মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে ক্যারিয়ারের প্রথমবার ঈদের মতো বড় উৎসবে সাইমন সাদিকের সিনেমা মুক্তি পায়। কিন্তু এটি খুব একটা সফল হতে পারেনি। অপরদিকে ‘মনে রেখো’ নিয়েই ছিল মাহির বেশি উচ্ছ্বাস। 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি