ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ঈদের আনন্দ নেই ভাঙন কবলিত ৬ গ্রামে (ভিডিও)

প্রকাশিত : ১৫:১৭, ৫ জুন ২০১৯ | আপডেট: ১৬:১৮, ৫ জুন ২০১৯

 

এবার ঈদের আনন্দ স্পর্শ করছে না সিরাজগঞ্জের এনায়েতপুরের ভাঙন কবলিত ৬ গ্রামের মানুষকে। ভাঙনের কবল থেকে ঘরবাড়ি রক্ষা করতে দিশেহারা তারা। ঈদের আনন্দ নেই লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ফণির আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতেও।

দশ বছর ধরে যমুনার ভাঙনে বিপর্যস্ত সিরাজগঞ্জের এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম, আড়কান্দি, বাঐখোলা, পাকড়তলা, ঘাটাবাড়ি ও ভেকা গ্রামের মানুষ। বারবার বাড়িঘর সরিয়ে ক্লান্ত তারা।

আশ্রয়ের খোঁজে দিশেহারা এসব পরিবার। নদীতীরে বসবাসকারী এসব মানুষকে অনেকটা অনাহার-অর্ধাহারে রোজা রাখতে হয়েছে। সঙ্গতি না থাকায় ঈদে ছেলেমেয়েদের জন্য নতুন পোশাক আর একটু ভালো খাবারের আয়োজনও নেই তাদের বাড়িতে।

এদিকে, লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির চর আলেকজান্ডারে নদীপাড়ের বেড়ীবাঁধে মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষের বসতি। সম্প্রতি ঘূর্ণিঝড় ফণির আঘাতে ঘরবাড়ি হারিয়ে অনেকেই আছেন খোলা আকাশের নিচে। হতদরিদ্র এসব মানুষের মনে নেই ঈদের আনন্দ।

ক্ষতিগ্রস্ত ৬৩টি পরিবারকে এক বান্ডিল টিন ও নগদ ৩ হাজার টাকা করে দেয়া হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

নতুন জামা না হোক, সামর্থবানরা এগিয়ে এলে একটু ভালো খাবারের অংশীদার হতে পারে বিপন্ন মানুষগুলো।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি