ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে রাজধানীবাসী

প্রকাশিত : ০৯:৫৪, ৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫৪, ৮ সেপ্টেম্বর ২০১৬

ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে কর্মব্যস্ত রাজধানীবাসী।  রেল স্টেশন যাত্রীদের বাড়তি চাপ থাকলেও, বাস টার্মিনালগুলো যাত্রীদের উপস্থিতি ছিলো তুলনামূলক কম। তবে, ঈদ যাত্রায় খানিকটা বিলম্ব হলেও পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার উচ্ছ্বাসে ভাটা পড়েনি। ঈদ উপলক্ষে লম্বা ছুটি, তাই আগেভাগেই বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ছুটির আগে শেষ কর্মদিবসের সকালেই কমলাপুর রেল স্টেশনে ছিল উপছে পড়া ভিড়। মোটামুটি নির্ধারিত সময়েই কমলাপুর থেকে গন্তব্যের উদ্দ্যেশে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদযাত্রায় অনেকটা স্বস্তিতেই ট্রেনে বাড়ি ফিরছেন যাত্রীরা। প্রিয়জনের সাথে ঈদ করার আবেগ সবার চোখেমুখে। এদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের নেই তেমন কোন বাড়তি চাপ। তবে, যথাসময়ে ছেড়ে না যাওয়ার অভিযোগ রয়েছে অনেকের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি