ঈদের আনন্দে ঐক্যের বার্তা, নতুন বাংলাদেশের প্রত্যয় প্রধান উপদেষ্টার
প্রকাশিত : ১০:১৫, ৩১ মার্চ ২০২৫ | আপডেট: ১০:১৬, ৩১ মার্চ ২০২৫

ঈদের আনন্দে জাতীয় ঈদগাহ ময়দানে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যত বাধাই আসুক, ঐক্যের ভিত্তিতেই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নেন তিনি। তার সঙ্গে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ইশরাক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও এই জামাতে অংশ নেন।
নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের এবং সুস্থতা কামনা করেন আন্দোলনে আহতদের। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি।
মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
এমবি//
আরও পড়ুন