ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের ছুটি কাটিয়ে ফিরলো মেট্রো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের দিন বন্ধ ছিল রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল। ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে আবারও চলতে শুরু করেছে মেট্রো। 

আজ মঙ্গলবার (১ এপ্রিল) ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রিপে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মেট্রোরেল। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।

ঈদের আগে এক বিশেষ ঘোষণায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে। সেই ঘোষণা অনুযায়ী আজ সকালে যাত্রা শুরু করে মেট্রোরেল। 

এদিকে, ফিরেছে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনও। ঈদের আগে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদের দিন সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল থাকবে এবং ঈদের পর তা আবার কার্যকর হবে।

ঢাকা রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, দিনের প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি