ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের ছুটি শেষে ঢাকামুখী জনস্রোত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। সকাল থেকেই, বিশেষ করে ভোরের পর থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় জমতে থাকে। পদ্মা সেতু থাকার পরও অনেক যাত্রী লঞ্চে ঢাকা ফিরতে পছন্দ করছেন, কারণ লঞ্চ যাত্রাটি তাদের কাছে কিছুটা স্বাচ্ছন্দ্যপূর্ণ বলে জানিয়েছেন তারা।

ঈদ উপলক্ষে অনেকেই বিভিন্ন স্থান যেমন কুয়াকাটা সমুদ্র সৈকত, খুলনা, বরিশাল ও অন্যান্য দক্ষিণাঞ্চলীয় জায়গায় ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণ শেষে পরিবার পরিজনসহ তারা নির্বিঘ্নে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছেছেন এবং গন্তব্যে ফিরছেন। সকাল হতে না হতেই এসব যাত্রীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর প্রক্রিয়া শুরু করেছেন।

লঞ্চ টার্মিনাল থেকে জানা গেছে, গত রাত থেকেই বিভিন্ন লঞ্চ প্লাটুনে ঢোকার জন্য যাত্রীদের আসা শুরু হয় এবং সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। সাধারণত ঈদের ছুটি শেষে আজই সর্বশেষ দিন হিসেবে ধরা হচ্ছে, কারণ আগামীকাল থেকে সরকারি সকল দপ্তর ও অফিস আদালত খুলবে।

আজকের দিনটিকে কেন্দ্র করে সদরঘাটসহ অন্যান্য স্থান থেকে ঢাকা ফিরে আসার শেষ সুযোগ বলে মনে করছেন অনেকে, বিশেষ করে যাদের পরিবারের সদস্যরা ঢাকায় কাজ বা পড়াশোনার জন্য আছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি