ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের ছুটিতে কর্মব্যস্ত ঢাকার বিরল প্রশান্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদ এলেই কর্মব্যস্ত ঢাকা হয়ে যায় ফাঁকা, আর এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। ঈদের ছুটিতে হাজারো মানুষ প্রিয়জনের টানে গ্রামে ছুটে গেছেন, ফলে রাজধানী পরিণত হয়েছে এক নীরব নগরীতে। এই ফাঁকা ঢাকায় ঈদের প্রশান্তি যেন এক চেনা-অচেনা আবেশ। নগরীর ব্যস্ত সড়কগুলোতে নেই চিরচেনা যানজট, ফুটপাতে নেই পথচারীদের ভিড়। কর্মব্যস্ত নগরী যেন বিশ্রামে গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাজধানীর প্রধান সড়কগুলোতে নেই স্বাভাবিক দিনের যানজট, হর্নের কর্কশ শব্দও অনুপস্থিত। সকালে ফাঁকা রাস্তায় হালকা বাতাসের সঙ্গে খেলা করছিল রোদের ছায়া।

ঈদ উপলক্ষে রাজধানীবাসীর বড় একটি অংশ গ্রামের বাড়িতে চলে গেছেন।  ফলে রাজধানীর জনবহুল এলাকাগুলো এখন অনেকটাই জনশূন্য। বিশেষ করে মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, নিউ মার্কেটসহ ব্যস্ত এলাকাগুলোতে জনস্রোত নেই বললেই চলে।

অল্প সংখ্যক মানুষ যারা এখনো ঢাকায় রয়েছেন, তারা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বা ঘুরতে বেরিয়েছেন। শিশুপার্ক, জাতীয় চিড়িয়াখানা, হাতিরঝিল ও বিভিন্ন শপিং মলে কিছুটা ভিড় দেখা গেলেও তা অন্যান্য দিনের তুলনায় অনেক কম।

রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, ছুটির কারণে লোকসমাগম কম থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। তবুও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গণপরিবহন স্বল্পতার কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া তুলনামূলক বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী।

সাধারণত কর্মব্যস্ত এই নগরী ঈদে ফাঁকা হয়ে গেলে এক অন্যরকম সৌন্দর্য ধারণ করে। নিরব, শান্ত এবং পরিচ্ছন্ন ঢাকায় ঈদের প্রশান্তি যেন আরও গভীর হয়। রাজধানী ঢাকা আবার পুরোনো রূপে ফিরবে ছুটি শেষে, যখন কর্মজীবী মানুষরা আবার ফিরতে শুরু করবেন। তবে আপাতত, ঈদের আনন্দে ফাঁকা ঢাকার শান্ত পরিবেশ উপভোগ করছেন নগরবাসী।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি