ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের ছুটির পর নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে ১৪ দল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১৭ জুন ২০১৮ | আপডেট: ১৬:২৫, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদের ছুটির পর নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। আর জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যাস্ত শরীক দলগুলো। প্রার্থী চুড়ান্ত করতেও কাজ চলছে। তবে আসন ভাগাভাগি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ শরীক দলের নেতারা।

জাতীয় নির্বাচন সামনে রেখে এরই মধ্যে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগসহ ১৪ দলের শরীক দলগুলো। দল গুছিয়েই ভোটের মাঠে নামতে চান নেতারা।

ঈদের আমেজ কাটার পর পরই নির্বাচনমুখি কর্মসুচি নিয়ে মাঠে নামবে ১৪দল। বিগত সময়ের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ শক্তি নিয়ে নির্বাচন করতে চায় মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গঠিত এই জোট।

এরইমধ্যে মাঠ গোছানোর কাজ অনেকটা এগিয়েছে শরীক দলগুলো।

যদিও এখনই আসন ভাগাভাগি নিয়ে মুখ খুলতে নারাজ নেতারা।

তবে আসন নিয়ে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত বলে মনে করেন তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি