ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের দিন ঘরে বসে থাকার সময় শেষ: আসিফ মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের দিন ঘরে বসে থাকার সময় শেষ উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন আগামী বছর আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে।

সোমবার (৩১ মার্চ) জাতীয় সংসদের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ আনন্দ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিয়েছেন তিনি এই ঘোষণা দেন। 

তিনি বলেন, সবার জন্য ঈদুল ফিতরের শুভেচ্ছা। আজকের এই আনন্দময় দিনে আমরা শহীদদের কথা স্মরণ করি, যাদের আত্মত্যাগের কারণে আমাদের এই ঐতিহ্যবাহী ঈদ উদযাপন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ‌‌ঈদের দিন ঘরে বসে থাকার সময় শেষ। এখন আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করব, ঈদ মিছিল করব এবং একসঙ্গে এই উৎসবকে আরও বড় পরিসরে উদযাপন করব। ভবিষ্যতে ঈদ উৎসব আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি