ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

ঈদের দিন জলমগ্ন সিলেট, সড়কে হাঁটুর উপরে পানি

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৯, ১৭ জুন ২০২৪

ঈদের দিন (সোমবার) ভোররাত ৪টা থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে। ইতোমধ্যে তলিয়ে গেছে নগরীর অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। 

এ অবস্থায় ঈদগাহে মুসল্লির উপস্থিতি কম ছিলো। বেশিরভাগ মুসল্লি পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত আদায় করেন।  

ভারী বর্ষণে সিলেট মহানগরের এয়ারপোর্ট রোড তলিয়ে গেছে। পায়রা, বাগবাড়ি, যতরপুর, উপশহর, মেন্দিবাগ, হাউজিং এস্টেট, শামীমাবাদসহ নগরীর নদীতীরবর্তী অন্তত ১০টি ওয়ার্ডের অনেক সড়কে হাঁটুর উপরে পানি। 

এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জলাবদ্ধ এলাকাগুলোর মানুষজন। অনেকেই ঈদের জামাতে যেতে পারেননি। 

তবে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি ভোগান্তি হবে না বলে আশাবাদ মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর। তিনি জানান, বৃষ্টি শুরু হওয়ার পর থেকে গতরাতে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, ২৪ ঘন্টায় সিলেটে ১৭৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে উজানের পাহাড়ি ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারীনদীর পানি ৩টি পয়েন্টে বিপৎসীমার ওপরে বইছে। 

সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা সদর ও উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন দুই লক্ষাধিক মানুষ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি