ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

ঈদের দিনে নতুন করে উত্তপ্ত ভারতের জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৯:১১, ২৬ জুন ২০১৭

ঈদের দিনে নতুন করে উত্তপ্ত হলো ভারতের জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা। নামাজ পড়া নিয়ে সোপোর, অনন্তনাগ, পাত্তান এবং শ্রীনগরের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২০ জন আহত হয়।

পুলিশ জানায়, প্রথমে সংঘর্ষ শুরু হয় শ্রীনগরের একটি ঈদগাহের সামনে। সরকারি নিষেধাজ্ঞা না মেনে ঈদগাহে নামাজ পড়তে গিয়েছিলেন মুসল্লিরা। পুলিশ তাদের সরে যেতে বললে তারা পাথর ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষায় পাল্টা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। কয়েক মিনিটের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। পরে সংঘর্ষ সোপোর, অনন্তনাগ ও পাত্তানে ছড়িয়ে পড়ে। গেলো সপ্তাহে জামা মসজিদের বাইরে পুলিশের এক কর্মকর্তাকে হত্যার পর জোড়দার করা হয় নিরাপত্তা।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি