ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঈদের দিনের সুন্নাতসমূহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ২ মে ২০২২

এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)। নতুন জামাকাপড়, ঘরে ঘরে বাহারি খাবারের ম-ম ঘ্রাণ, চারপাশে প্রিয় মানুষজন, উপচেপড়া আনন্দ যেন সবার মনেই। দিনটি মহান আল্লাহর কাছ থেকেও পুরস্কার লাভের দিন।

এমনই উৎসবমূখর ঈদের দিনে বেশকিছু সুন্নাত আমল রয়েছে, যা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) পালন করতেন।

আসুন জেনে নিই, ঈদুল ফিতরের দিনে পালনীয় সুন্নাতসমূহ কি কি-

১. অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে ওঠা।

২. মিসওয়াক করা।

৩. সুন্দরভাবে গোসল করা।

৪. শরীয়তসম্মত পোশাক-পরিচ্ছদ, সাজসজ্জা করা।

৫. সামর্থ অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা।

৬. সুগন্ধি ব্যবহার করা।

৭. ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার, যেমন- খেজুর, সেমাই ইত্যাদি খাওয়া। (ঈদুল আজহায় ভিন্ন)

৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। (ঈদুল আজহায় ভিন্ন)

৯. ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। (ঈদুল ফিতরে)

১০. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা ওজোরে মসজিদে আদায় না করা। 

১১. যে রাস্তায় ঈদগাহে যাবেন, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা।

১২. পায়ে হেঁটে যাওয়া।

১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় অনুচ্চ আওয়াজে তাকবির পড়তে থাকা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি