ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের পর আসছে ‘ময়ূরাক্ষী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১৩ জুন ২০২৩

Ekushey Television Ltd.

মুক্তির অনুমতি পেল বহুল আলোচিত সিনেমা ‘ময়ূরাক্ষী’। সোমবার থেকে শুরু হয়েছে এর আনুষ্ঠানিক প্রচারণা। এমনটাই জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ।

তার কথায়, ‘সেন্সর ছাড়পত্র পেয়েছে “ময়ূরাক্ষী”। পোস্টার রিলিজের মাধ্যমে ছবির প্রচারণা শুরু হয়। তবে ঈদে নয়, ছবিটি মুক্তি দিতে চাচ্ছি ঈদের পর। শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’

গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে আছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।

রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। সিনেমায় গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা ও জাহিদ নিরব।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি