ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ঈদের সময় টানা ৯দিন ব্যাংক বন্ধ না রাখার আহ্বান

প্রকাশিত : ১৫:৩৫, ২৭ জুন ২০১৬ | আপডেট: ১৫:৩৫, ২৭ জুন ২০১৬

ঈদে টানা নয়দিন ব্যাংক লেনদেন সম্পূর্ন বন্ধ না রাখার আহবান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সোমবার বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া- নেপাল -বিবিআইএন এর আসছে শিলিগুড়ি বিজসেন এক্সপো নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানান সংগঠনের সভাপতি মাতলুব আহমাদ। এসময় ইউরোজোনের অস্থিরতা নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের এখনি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও জানান তিনি। ঈদকে সামনে রেখে এরই মধ্যে ১ থেকে ৯ জুলাই এরই মধ্যে বন্ধ রাখার কথা জানিয়েছে সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগের দিন পর্যন্ত বিপানি বিতানগুলোতে কোটি কোটি টাকার লেনদনে হবে। পাশাপাশি আছে তৈরি পোষাক শিল্পসহ রপ্তানি মুখি শিল্পের নিয়মিত লেনদেন। এমন পরিস্থিতিতে ব্যাংক সম্পূর্ন বন্ধ হয়ে গেলে বিপাকে পড়বে সবাই। এদিকে ইউরোপিয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে এরই মধ্যে বিশ্ববানিজ্যে দেখা গিয়েছে অস্থিরতা। কমতে পারে ইউরোর মূল্য। তবে এতে এখনি বাংলাদেশের ব্যবসায়ী সমাজের উদ্বের কারণ নেই বলে মত এফবিসিসিআই সভাপতির। বিবিআইএন কে সফল করতে স্থল পথে দেয়া ভারতীয় ভিসায় সুনির্দিষ্ট সিমান্ত পয়েন্টের বদলে উন্মুক্ত করে দেয়ার আহবানও মাতলুব আহমাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি