ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

উ কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা হবে বিধ্বংসী: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০১৭

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচির প্রতিক্রিয়ায় দেশটিতে সামরিক ব্যবস্থা প্রথম পছন্দ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যেকোনো সামরিক ব্যবস্থাই পিয়ংইয়ংয়ের জন্য ‘বিধ্বংসী’ হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমরা দ্বিতীয় পছন্দের জন্য (সামরিক ব্যবস্থা) সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। তবে এটা আমাদের ইচ্ছা নয়। সামরিক ব্যবস্থাকে আমরা বেছে নিলে সেটি হবে বিধ্বংসী। প্রয়োজন হলে আমরা সেটাই করব।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ষষ্ঠবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এটিই দেশটির সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এর পর থেকেই একের পর এক উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, দুই নেতার বাকযুদ্ধের ফলে সৃষ্ট কোনো ভুল অপূরণীয় ক্ষতি হতে পারে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি