ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

উ. কোরিয়াকে শোচনীয় পরিণত ভোগ করতে হবে: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১১ আগস্ট ২০১৭

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালালে তাদেরকে শোচনীয় পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বে যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে গিয়ে অনেক দেশই বিপদে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিবিসির অনলাইন সংস্করণ এ খবর দিয়েছে। তবে ট্রাম্পের হুঁশিয়ারিকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া।

ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের বলছি আমরা যাদের ভালোবাসি, সম্মান করি অথবা যারা আমাদের মিত্র তাদের কারো ওপর যদি উত্তর কোরিয়া হামলা চালায় তবে তাদের বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে। তাদের সঙ্গে এমন ঘটনা ঘটবে যা তারা কখনও কল্পনাও করেনি।’

এর আগে, চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই মার্কিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে হামলার প্রস্ততি নিচ্ছে বলে হুমকি দিয়েছিলো উত্তর কোরিয়া। দেশটির এ হুমকির প্রেক্ষিতেই ট্রাম্প এমন হুঁশিয়ারি দিয়েছেন।

উত্তর কোরিয়া পক্ষ থেকে জানানো হয়, মার্কিন নিয়ন্ত্রিত ওই অঞ্চলে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।

মার্কিনীদের সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সংঘর্ষ সর্বনাশা হবে বলে হুশিয়ার করেছেন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস ।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের অনুমোদন পেলে জাপানের ওপর দিয়ে গিয়ে গুয়াম থেকে ৩০ কিলোমিটার দূরের সাগরের কাছাকাছি এলাকায় আঘাত হানবে হুয়াসং-১২ রকেট। বেশ কয়েকটি রকেট দিয়ে ওই এলাকায় হামলা চালানো হবে।

এদিকে, গত মাসে দু’টি আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তারপর থেকেই উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

অন্যদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধে দেশটির ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সায় দিয়েছে জাতিসংঘ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি