ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী স্মরণে মঞ্চস্থ হবে ‘এ ডিফারেন্ট রোমিও-জুলিয়েট’

প্রকাশিত : ১৭:৪৩, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৪৩, ২০ মার্চ ২০১৬

Romeoউইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী স্মরণে ঢাকা থিয়েটার ও যুক্তরাজ্যের প্রায়ে থিয়েটার যৌথভাবে মঞ্চস্থ করবে নাটক ‘এ ডিফারেন্ট রোমিও-জুলিয়েট’। রোববার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকের বাসায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী ২৮ ও ২৯ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটি প্রথমবারের মত মঞ্চায়িত হবে। এবার থিয়েটারে ৭৫ মিনিটের ‘এ ডিফারেন্ট রোমিও-জুলিয়েট’ নাটকে মঞ্চ কাঁপাবেন প্রতিবন্ধী সমাজের কিছু প্রতিনিধি। ১৪ জন মেধাবী প্রতিবন্ধী শিল্পী এ নাটকটি মঞ্চায়ন করবেন বলে জানিয়েছেন, নাট্যনির্দেশক ও ঢাকা থিয়েটারের পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি