উইলিয়ামসনের দ্বিশতকে কিউয়িদের রান পাহাড়
প্রকাশিত : ১৭:১০, ২৯ ডিসেম্বর ২০২২
অবশেষে ২০২২ সালে টেস্টে তিন অঙ্কের ইনিংস খেললেন কেন উইলিয়ামসন। ২০২১ সালে জানুয়ারি মাসের পর আবার হেলমেট খুলে, ব্যাট তুলে উদ্যাপন করলেন কিউয়ি ব্যাটার।
সেবারও দ্বিশতক হাঁকিয়েছিলেন, বৃহস্পতিবারও ঘটালেন পুনরাবৃত্তি। সেই দ্বিশতকটাও এসেছিল পাকিস্তানের বিপক্ষেই। এদিনও দ্বিশতরান করলেন সেই বাবরদের বিপক্ষেই। আগেরটা এসেছিল নিজ দেশে, আর এদিন শতক পেলেন করাচিতে।
উইলিয়ামসনের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম দ্বিশতকে চড়ে রীতিমত রানের পাহাড়ই গড়ে সফরকারীরা। ৯ উইকেটে ৬১২ রান তুলে ইনিংস ঘোষণা করে দলটি। যদিও তাতে কিউয়িদের লিড ১৭৪ রানের বেশি হয়নি। কারণ, পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ৪৩৮ রান।
পাকিস্তানের বিপক্ষে খেলতে আসার আগেই টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতানো অধিনায়ক লাল বলের ক্রিকেটে শুধু ব্যাটিংয়ে মন দিতে চান। সেই কারণেই ছেড়েছেন নেতৃত্ব।
দায়িত্বের বোঝা কাঁধ থেকে নামতেই যেন রানের ফুলঝুরি ছোটাতে শুরু করল উইলিয়ামসনের ব্যাট। পেয়ে গেলেন শতরান। যেটাকে তিনি দ্বিশতকে নিয়ে গেলেন এই ব্যাটার। শেষ ১০টি ইনিংসে মাত্র একটি অর্ধশতক এসেছিল উইলিয়ামসনের ব্যাট থেকে। নেতৃত্ব ছেড়েই এলো চমৎকার এক দ্বিশতক।
যে দ্বিশতকে ভর করে করাচিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৬১২ রান তুলে ইনিংস শেষ করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তান ৪৩৮ রান তোলে। বাবর আজম করেন ১৬১ রান। শতরান করেছিলেন সালমান আগাও। সেই রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তুলল ৬১২ রান।
উইলিয়ামসনের দ্বিশতক ছাড়াও রান পেয়েছেন টম ল্যাথাম। তিনি করেন ১১৩ রান। ডেভন কনওয়ে করেন ৯২ রান। ইশ সোধি করেন ক্যারিয়ার সেরা ৬৫ রান। উইলিয়ামসন দ্বিশতক পূরণ করতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন নতুন অধিনায়ক টিম সাউদি।
উইলিয়ামসন এর আগে চারটি দ্বিশতক পেলেও তা এসেছিল দেশের মাটিতেই। প্রথমবার বিদেশের মাটিতে দ্বিশতক হাঁকালেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ৩৯৫ বলে ২০০ করেন উইলিয়ামসন। একটি ছক্কা এবং ২১টি চার মারেন তিনি। পাকিস্তানের থেকে ১৭৪ রান এগিয়ে ইনিংস শেষ করেন উইলিয়ামসনরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত করাচিতে চতুর্থ দিনের খেলা চলছে। ১৪ ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ৩৬ রান তুলেছেন স্বাগতিক দুই ওপেনার। ইমাম-উল-হক ২৩ রানে এবং আব্দুল্লাহ শফিক ১৩ রানে ক্রিজে আছেন।
কিউয়িদের ওই রান টপকে বড় রানের লিড নিতে হবে পাকিস্তানকে। কিউয়িরা চাইবেন দ্রুত পাকিস্তানের উইকেট ফেলে ম্যাচ জিততে।
এনএস//এসি