ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

উখিয়ায় গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ১৫ মার্চ ২০২৩

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে গুলিতে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

নিহত আব্দুর রশিদ উখিয়ার কুতুপালং ক্যাম্প ৮ ওয়েস্টের আবুল বশরের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ জানান, সকাল আটটার দিকে ক্যাম্প ৮ ওয়েস্টে সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধারে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি