ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

উখিয়ায় নির্মিত উপ-স্বাস্থ্য কেন্দ্র হস্তান্তর

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:১১, ১৩ জুলাই ২০২৩

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে উপ-স্বাস্থ্য কেন্দ্র পুনঃনির্মাণ করেছে আইওএম। কাতার চ্যারিটির সহায়তায় এই স্বাস্থ্য কেন্দ্রটি পুনঃনির্মাণ করা হয়। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পুনঃনির্মিত স্বাস্থ্য কেন্দ্রটি কক্সবাজারের সিভিল সার্জনকে হস্তান্তর করা হয়েছে। 

এসময় কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা বলেন, কাতার সরকার যে সহযোগিতা করেছে তা যেন অব্যাহত থাকে। যেহেতু এ অঞ্চলটি রোহিঙ্গাতে ভরপুর, সেই হিসেবে স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পেতে হিমশিম খেতে হবে। এ উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে একটি এ্যাম্বুলেন্সের পাশাপাশি আরও সহযোগীতা দেয়ার জন্য কাতার সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। 

পাশাপাশি বাংলাদেশ সরকারকে এমন সহযোগিতা করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান সিভিল সার্জন।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতার চ্যারিটির হেড অব অপারেশন্স এন্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদি, আইওএম-বাংলাদেশের ডেপুটি চীফ অব মিশন নিহান এরদোয়ানসহ কাতার চ্যারিটি, আইওএম'র কর্মকর্তা ও প্রতিনিধিরা।

এছাড়া, সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া ক্যাম্প-১১ এর পুন:নির্মাণকৃত বিভিন্ন ঘরবাড়িসহ অন্যান্য ক্যাম্পও পরিদর্শন করবেন তারা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি